ঢাকা     সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১১ ১৪৩১

কাতার যাচ্ছেন সাইফ উদ্দিন, সঙ্গী হচ্ছেন অভিষেক ও আশিকুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৪৭, ২ আগস্ট ২০২৩
কাতার যাচ্ছেন সাইফ উদ্দিন, সঙ্গী হচ্ছেন অভিষেক ও আশিকুর

তিন পেসারকে উন্নত চিকিৎকার জন‌্য কাতার পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস অলরাউন্ডার সাইফ উদ্দিনকে নিয়ে গতকাল রাইজিংবিডি খবর প্রকাশ করেছিল, তাকে বিদেশ পাঠানো হচ্ছে। 

আজ বুধবার জানা গেল জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এ পেসার যাচ্ছেন কাতারে। মধ‌্যপ্রাচের দেশটিতে সাইফ উদ্দিনের সঙ্গী হচ্ছেন দুই প্রতিশ্রুতিশীল পেসার অভিষেক দাস ও আশিকুর জামান। কাতারের দোহার স্পোর্টস মেডিসিনের বিশেষায়িত একটি হাসপাতালে চলবে তাদের চিকিৎসা।

পিঠের ইনজুরির কারণে বেশ কয়েক বছর ধরে ভুগছিলেন সাইফ উদ্দিন। কখনো ফিট হয়ে মাঠে ফেরেন। আবার পুরোনো ব‌্যথা বাড়লে ছিটকে যান মাঠ থেকে। মার্চ-এপ্রিলে হওয়া ঢাকা লিগে সাইফ উদ্দিন আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন। সেখানে বল হাতে নিয়েছেন ১৯ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৫.১৮ রান। আর ব্যাট হাতে আসে ১১২ রান। সর্বোচ্চ ৩৩। প্রিমিয়ার লিগের পর সাইফ উদ্দিনের নতুন করে পুরোনো ব্যাক ইনজুরি দেখা যায়নি। তবুও বিসিবি বাড়তি সতর্কতা হিসেবে অবস্থান বোঝার জন্য সাইফ উদ্দিনকে কাতার পাঠাচ্ছে। এই অলরাউন্ডারকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে গত বছরের অক্টোবরে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।

আরো পড়ুন:

সাইফের মতোই পিঠের চোটে জর্জরিত যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেক দাস। যুব বিশ্বকাপের পর ওই বছর ওল্ড ডিওইএইচএসের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন অভিষেক। ২২ বছর বয়সী পেসার টুর্নামেন্টের মাঝে ইনজুরিতে পড়েন। পিঠের চোটে পড়ে এরপর আর কোনো স্বীকৃত ম্যাচ খেলা হয়নি তার। ব‌্যাটসম‌্যান হিসেবে খেলেছিলেন প্রথম বিভাগে। ঢাকায় বেশ কয়েকবার তার চিকিৎসা হলেও তার মূল সমস‌্যা ধরা যায়নি।

এদিকে দ্রুতগতির বোলার আশিকুর গত বিপিএলে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দুই ম‌্যাচ খেলার পর কুচকির চোটে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। তাকে এইচপির ক‌্যাম্পে রেখে পুনর্বাসন করার চেষ্টা চালানো হেয়ছিল। কিন্তু চোট থেকে মুক্তি না পাওয়ায় ক‌্যাম্পও ছাড়তে হয় তাকে।

শনিবার তিন পেসার উড়াল দেবেন কাতারে। সেখান থেকে সুখবর বয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার। 

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়