ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

এগিয়ে এলো ভারত-পাকিস্তান ম্যাচ, এবার একদিনে তিন খেলা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২ আগস্ট ২০২৩  
এগিয়ে এলো ভারত-পাকিস্তান ম্যাচ, এবার একদিনে তিন খেলা!

নবরাত্রি উৎসবের কারণে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে আসতে পারে সেই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় সাহা। তার বার্তাই ঠিক হলো।

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচিত ভারত-পাকিস্তানের লড়াই একদিন এগিয়ে অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ভেন্যু আগেরটাই আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম।

আয়ের দিক থেকে ভারত-পাকিস্তান ম্যাচ সবচেয়ে লাভজনক আয়োজকদের কাছে। তাই কোনভাবেই এই ম্যাচের জৌলুস কমাতে চায় না আয়োজকরা। তবে প্রতিবেশী দুই দেশের লড়াই এগিয়ে আসায় বিশ্বকাপের সূচি জটিল হয়ে গেছে।

আরো পড়ুন:

আগের সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। চেন্নাইতে দিনের ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল‌্যান্ড ও বাংলাদেশ এবং দিল্লিতে দিবা রাত্রির ম্যাচ খেলবে আফগানিস্তান ও ইংল্যান্ড। সেদিনই আবার হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে হতে যাচ্ছে এমন কিছু।

এদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের সূচিও এগিয়ে আসছে। ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর দুই দল মুখোমুখি হবে। সেদিন আলাদা ভেন্যুতে রয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও।

বিশ্বকাপের পরিবর্তিত এই সূচি এ সপ্তাহের শেষে ঘোষণা করার কথা রয়েছে আইসিসির। সূচি চূড়ান্ত না হওয়ায় টিকিট বিক্রিও করতে পারছে না আয়োজকরা। অথচ ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের সূচি এক বছর আগে চূড়ান্ত করেছিল স্থানীয় আয়োজকরা।

আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। আহমেদাবাদে নিউ জিল‌্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে পঞ্চাশ ওভার ক্রিকেটের মহাযজ্ঞ।

ইয়াসিন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়