ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বেনজেমার গোলে আবারও জিতলো ইত্তিহাদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৩ আগস্ট ২০২৩  
বেনজেমার গোলে আবারও জিতলো ইত্তিহাদ

কিংস সালমান ক্লাব কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে আল-ইত্তিহাদ। বুধবার ম্যাচের শেষদিকে করিম বেনজেমার গোলে ভর করে ইরাকের ক্লাব আল-শোর্তাকে হারিয়েছে ২-১ গোলে। তবে কোয়ার্টার ফাইনালে ইত্তিহাদ পেয়েছে স্বদেশি ক্লাব আল-হিলালকে। যারা গ্রুপপর্বের শেষ ম্যাচে কাতারি ক্লাব ওয়েইদাদকে ২-১ গোলে হারিয়েছে।

শনিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আল-ইত্তিহাদ ও আল-হিলাল।

শেষ ম্যাচে ৩৬ মিনিটেই আল-শোর্তার বিপক্ষে লিড নেয় ইত্তিহাদ। এ সময় আহমেদ বামসাউদ গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর ৮০ মিনিটে সমতা ফেরায় ইরাকের ক্লাবটি। এ সময় মাদজিদ মৌমৌনি গোল করেন। তবে ৮৪ মিনিটে পেনাল্টি পায় আল-ইত্তিহাদ। পেনাল্টি থেকে করিম বেনজেমা গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আরো পড়ুন:

এ নিয়ে ইত্তিহাদের হয়ে তিন ম্যাচে মাঠে নেমে তিন গোল করলেন বেনজেমা। এর মধ্য দিয়ে কিং সালমান ক্লাব কাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে হারলেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আল-শোর্তা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কাতারের ক্লাব আল-সাদকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়