ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শেখ কামাল পুরস্কার

সেরা ক্রীড়াবিদ সাবিনা, তাসকিন ও জিয়ারুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৪ আগস্ট ২০২৩   আপডেট: ২১:৩৫, ৪ আগস্ট ২০২৩
সেরা ক্রীড়াবিদ সাবিনা, তাসকিন ও জিয়ারুল

ক্রীড়া ক্ষেত্রে অসামান‌্য অবদান রাখায় এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পাচ্ছেন তিন জন-নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩-এর জন্য ৮ টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

‘শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পাচ্ছেন যারা:
১। আজীবন সম্মাননা: আবদুস সাদেক
২। খেলোয়াড়/ক্রীড়াবিদ: সাবিনা খাতুন , তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
৩। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ:মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম 
৪। ক্রীড়া সংগঠক:মালা রানী সরকার, ফজলুল ইসলাম
৫। ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন
৬। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) 
৭। ক্রীড়া সাংবাদিক:খন্দকার তারেক মো.নুরুল্লাহ
৮। ক্রীড়া ধারাভাষ্যকার: আতাহার আলী খান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আগামীকাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়