ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

বিশ্বকাপে ‘পাকিস্তান-ইংল্যান্ড’ ম্যাচের দিন-তারিখও বদলে যাচ্ছে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৫ আগস্ট ২০২৩  
বিশ্বকাপে ‘পাকিস্তান-ইংল্যান্ড’ ম্যাচের দিন-তারিখও বদলে যাচ্ছে!

ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এগিয়ে এনেছে। ১৫ অক্টোবরের পরিবর্তে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। শুধু তাই নয়, আগামী ১২ অক্টোবরের পাকিস্তান-ইংল্যান্ড মধ্যকার ম্যাচটির দিন-তারিখও বদলে যেতে পারে। এই ম্যাচের দিন-তারিখ বদলে ফেলার জন্য বিসিসিআই’র কাছে লিখিত আবেদন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

মূলত ১২ অক্টোবর পশ্চিমবঙ্গে কালী পূজা অনুষ্ঠিত হবে। সে কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির দিন-তারিখ পরিবর্তন করার জন্য আবেদন করেছে কলকাতা পুলিশ।

ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। সেমিফাইনাল দুটি হবে মুম্বাই ও কলকাতায়। এছাড়া আহমেদাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আরো পড়ুন:

এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিবে। দলগুলো হলো- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়