কাটলো অনিশ্চয়তার মেঘ, সবুজ সংকেত পেল পাকিস্তান
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অংশ নিবে কি নিবে না সেটা নিয়ে এতোদিন চলছিল আলোচনা। ছিল অনিশ্চয়তা। অবশেষে কেটে গেল অনিশ্চয়তার মেঘ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দল পাঠাবে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাকিস্তান এই বিষয়টি সব সময় মেনে চলার চেষ্টা করে যে খেলাধুলার সাথে যেন রাজনীতি না মিশে। সুতরাং ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এ পাকিস্তান দলের অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান বিশ্বাস করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক ক্রীড়ার ক্ষেত্রে যেন বাধা হয়ে না দাঁড়ায়। ভারতের আপোসহীন মনোভাব সত্ত্বেও দলকে বিশ্বকাপ খেলতে পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে পাকিস্তান সব সময় গঠনমূলক ও দায়িত্বসম্পন্ন। সম্প্রতি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে তাদের দল পাঠাতে সম্মত হয়নি।’
পাকিস্তান বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও গ্রুপপর্বে তারা ভারতের বিপক্ষে গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারতে তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে তারা এখনও উদ্বিগ্ন। বিষয়টি পাকিস্তান বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও জানিয়েছে।
এ বিষয়ে ওই বিবৃতিতে বলা হয়— ‘তবে পাকিস্তান তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এই উদ্বিগ্নতার বিষয়টি ইতোমধ্যে আইসিসি ও ভারতের যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি এই সফরে পাকিস্তান দলের সব ধরনের সুরক্ষা ও পরিপূর্ণ নিরাপত্তা ভারত নিশ্চিত করবে।’
ধারনা করা হচ্ছে আইসিসির কাছ থেকে বিশ্বকাপের আগে পাকিস্তান দলের নিরাপত্তার নিশ্চয়তা নেওয়া হবে।
বিশ্বকাপের সূচি জুন মাসে প্রকাশিত হলেও নিরাপত্তার বিষয় চিন্তা করে ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আহমেদাবাদে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর থেকে একদিন এগিয়ে আনা হয়েছে। অন্যদিকে কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির দিন-তারিখে পরিবর্তন আনতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কালী পূজার কারণে এই সূচিতেও পরিবর্তন আসতে পারে।
আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা/আমিনুল