ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের ৩ ম্যাচের সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৯ আগস্ট ২০২৩   আপডেট: ১৯:৫২, ৯ আগস্ট ২০২৩
বিশ্বকাপে বাংলাদেশের ৩ ম্যাচের সূচিতে পরিবর্তন

বিশ্বকাপের ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের ৩ ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। তবে ৯ ম্যাচের কোনোটিতেই ভেন্যু পরিবর্তন হয়নি। কোনোটার ম্যাচের দিন এগিয়ে আনা হয়েছে। কোনোটার পেছানো হয়েছে। আবার কোনো ম্যাচে দিবা-রাত্রির পরিবর্তে কেবল দিনের ম্যাচ করা হয়েছে। কোনো ম্যাচে দিনের পরিবর্তে নিয়ে যাওয়া হয়েছে দিবা-রাত্রিতে।

১০ অক্টোবর ধর্মশালায় দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ইংল্যান্ডের। সেই ম্যাচটি এখন দিনের আলোয় অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটা শুরু হবে। ৭ অক্টোবর এই মাঠেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে।

১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউ জিল্যান্ড ও বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ম্যাচটা একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনের ছিল। এখন হবে দিবা-রাত্রির। ফলে সাত দিনে বিশ্বকাপের ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন:

বাংলাদেশের শেষ ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। ১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। দিনের আলোতেই দুই দল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে।

৬ ভেন্যুতে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২টি করে ম্যাচ আছে ধর্মশালা, পুনে ও কলকাতায়। এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে অপর ৩ ম্যাচ খেলবে টাইগাররা।

বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কেবল অস্ট্রেলিয়া প্রাথমিক দল ঘোষণা করেছে। ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে।

বিশ্বকাপে বাংলাদেশের ফিক্সচার:                              

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (স্থানীয়)
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা সকাল সাড়ে ১০টা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা সকাল সাড়ে ১০টা
১৩ অক্টোবর নিউ জিল্যান্ড  চেন্নাই দুপুর ২টা
১৯ অক্টোবর ভারত পুনে দুপুর ২টা
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই  দুপুর ২টা
২৮ অক্টোবর নেদারল্যান্ডস কলকাতা দুপুর ২টা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা দুপুর ২টা
৬ নভেম্বর শ্রীলঙ্কা দিল্লি দুপুর ২টা
১২ নভেম্বর  অস্ট্রেলিয়া পুনে সকাল সাড়ে ১০টা

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়