উইলিয়ামসনের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও ক্ষীণ
বিশ্বকাপের বাকি দুই মাসের কম সময়। এই সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে পারবেন কি কেন উইলিয়ামসন? সেটা অবশ্য সময় বলে দিবে। কিন্তু ১ আগস্ট থেকে অনুশীলনে ফেরা উইলিয়ামসন নিজে বিষয়টাকে কঠিন বলেছেন।
উইলিয়ামসন বলেছেন, ‘আসলে বিশ্বকাপের দলে থাকাটা সব সময়ই বিশেষ কিছু। তবে আমার ক্ষেত্রে এখন পুরোটাই সম্ভাবনা। বিশেষ করে সময় ও সেরে ওঠা সাপেক্ষে। এখনও আমাকে অনেক কিছু করতে হবে। নিউ জিল্যান্ড ক্রিকেট, সাপোর্ট স্টাফ ও পেশাদার ফিজিও যেভাবে বলছেন আমি সেটা ফলো করে সেভাবেই আগাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে বিষয়টা খুব কঠিন। কারণ, হয়তো কখনো আপনার ভালো সময় যাবে, কখনো খারাপ সময়।’
মার্চে যখন ইনজুরিতে পড়েছিলেন তখন বিশ্বকাপে খেলা নিয়ে কি ভেবেছিলেন? এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলেন, ‘অবশ্যই ভেবেছিলাম সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনও সম্ভাবনা ক্ষীণ। আসলে সত্যি বলতে আমার বিশ্বকাপে খেলাটা এখন কঠিন একটা লক্ষ্য। তবে বিশ্বকাপে খেলবো এই বিষয়টা মানসিকভাবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। আমি নিজেকে প্রস্তুত করতে আরও বেশি কঠোর পরিশ্রম করার রসদ পাই।’
ঢাকা/আমিনুল