ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শ্রীলঙ্কার পথে লিটন দাস  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১২ আগস্ট ২০২৩  
শ্রীলঙ্কার পথে লিটন দাস  

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন মুশফিকুর রহিমরা ব্যস্ত অনুশীলনে তখন সতীর্থ লিটন দাস উড়াল দিয়েছেন শ্রীলঙ্কার পথে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। খেলবেন সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার বিমান ধরেছেন লিটন। বিমানের আসনে বসা একটি ছবি দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘কলম্বোর পথে।’

এর আগে লিটন খেলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি। সেখানে তার দল সারে জাগুয়ার্স ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। লিটনের ব্যাটও কথা বলেনি ঠিক মতো। পুরো আসরে ৭ ইনিংসে তার রান ছিল কেবল ১৫২। গড় রান মাত্র ২১.৭১। আর স্ট্রাইক রেট ১০০.৬৬। ফাইনালে করেন ১৩ বলে ১২ রান।

আরো পড়ুন:

পঞ্চম বাংলাদেশি হিসেবে এবারের এলপিএল খেলতে গেলেন লিটন। এর আগে সাকিব ছাড়া, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিথুন যান শ্রীলঙ্কায়। জাফনা কিংসের হয়ে খেলা হৃদয় অবশ্য দেশে ফিরেছেন। তার অনাপত্তিপত্র ছিল ৮ আগস্ট পর্যন্ত। 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়