ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

অনুশীলন চলাকালীন মিরপুরের ফ্লাডলাইটে আগুন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:১৬, ১৪ আগস্ট ২০২৩
অনুশীলন চলাকালীন মিরপুরের ফ্লাডলাইটে আগুন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমরা যখন অনুশীলনে ব্যস্ত তখন পূর্ব গ্যালারির ফ্লাইড লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ম্যাচের আবহে তখন ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। আগুনের ঘটনায় পুরো দল অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে থাকে।

আজ সোমবার (১৪ আগস্ট, ২০২৩) বিকেলে ফ্লাড লাইটের আলোতে ক্লোজডোর অনুশীলন করছিল বাংলাদেশ দল। অগ্নিকাণ্ডের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন।

রাইজিংবিডিকে বাতেন মুঠোফোনে বলেন, ‘শর্ট সার্কিটের কারণে ফ্লাড লাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। সার্কিট ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করছি। ফ্লাড লাইট পাল্টাতে হবে না।’

প্রত্যক্ষদর্শী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, দেড়-দুই মিনিটের মতো আগুন ছিল। এরপর এমনিতেই বন্ধ হয়ে যায়। জানা গেছে বৃষ্টির কারণে এই সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির পর হঠাৎ করে ফ্লাইড জ্বালানোতে মূলত অগ্নিকাণ্ড হয়।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর অনুশীলন শুরু হয়। ওয়ার্মআপ শেষে ক্রিকেটাররা ম্যাচের আবহে অনুশীলন শুরু করেন।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়