উলভসের হুমকি উতরে গেল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও জয়টা কষ্টে পেয়েছে। ১-০ গোলে উতরে গেছে দারুণ খেলা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে।
ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে দর্শকের ছিল উপচে পড়া ভীড়। তাদের সামনে কাঙ্খিত পারফরম্যান্সটা করতে পারছিল না রেড ডেভিলসা। অন্যদিকে উলভস খেলছিল দারুণ। সুযোগ তৈরি করছিল একের পর এক। তাতে চাপ বাড়ে এরিক টেন হাগের শিষ্যদের ওপর। প্রথমার্ধে কোনো দল গোলের দেখা না পাওয়ায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
বিরতির পরও চলে লড়াই। ৭৬ মিনিটের মাথায় গিয়ে ভাঙে অচলবস্থা। এ সময় কর্নার পায় ম্যানইউ। কর্নার থেকে আসা বল পান অ্যারোন ওয়ান-বিসাকা। তিনি ক্রসে বাড়ান বক্সের মধ্যে। বামদিকে কাছ থেকে সেটাতে হেড নিয়ে জালে জড়ান রাফায়েল ভারানে। উল্লাসের গর্জনে কেঁপে ওঠে ওল্ড ট্র্যাফোর্ড।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি উলভস। তারা মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে গোল শোধ দিতে। শেষ দিকে তারা দারুণ একটি পেনাল্টির আবেদন জানিয়েছিল। অবশ্য ভিএআর চেকে সেটি বাতিল হয়। নতুবা ম্যাচে সমতা ফিরিয়ে ফেলতো তারা। শেষ পর্যন্ত ভালো খেলেও, দারুণ দারুণ সুযোগ তৈরি করেও ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে।
শনিবার লিগের দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানইউ। একই দিন ঘরের মাঠে উলভসরা খেলবে ব্রাইটনের বিপক্ষে।
ঢাকা/আমিনুল