ঢাকা     শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

জ্বলল ইনডোর মাঠের ফ্লাডলাইট, চলল অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৬ আগস্ট ২০২৩   আপডেট: ২১:৩৬, ১৬ আগস্ট ২০২৩
জ্বলল ইনডোর মাঠের ফ্লাডলাইট, চলল অনুশীলন

এশিয়া কাপের প্রস্তুতিতে ক্রিকেটারদের ক্লোজডোর অনুশীলন চলছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরের পরে ক্রিকেটাররা একে একে মাঠে আসেন। বিকেল ৫টা থেকে শুরু হয় অনুশীলন, চলে রাত ৯টা পর্যন্ত। মূলত কৃত্রিম আলোয় প্রস্তুতি নিতে টিম ম্যানেজমেন্ট বিকেলে অনুশীলনের ব্যবস্থা করে।

এদিন, প্রথমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি ইনডোরের মাঠেও চলে অনুশীলন। গত বছরের শেষ দিকে ইনডোরের আউটডোর গ্রাউন্ডে ফ্লাডলাইট লাগানোর কাজ হাতে নেয় বিসিবি। অনেক আগে কাজ সম্পন্ন হলেও বিকেলে বা সন্ধ্যার পর জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন না করায় ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন পড়েনি। বুধবার সেই অপেক্ষা ফুরাল।

বিকেলের পরপরই জ্বলে উঠে ফ্লাডলাইট। পুরোদমে চলে শান্ত, মুশফিক, তাওহীদ হৃদয়দের অনুশীলন। জার্মানি থেকে নিয়ে আসা ২৫০ ওয়াটের ৩০টি এলইডি লাইট আলোকিত করে রাখে ইনডোরের আউটডোর গ্রাউন্ড।

আরো পড়ুন:

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের কাজ অনেক আগে শেষ হলেও এখন প্রয়োজন হয়েছে বলে মাঠ ব্যবহার করা হচ্ছে। আজ প্রথমবারের মতো অনুশীলন হলো ফ্লাডলাইটে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইন্টেইন করেই এই গ্রাউন্ডসের ফ্লাডলাইটের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে বেশ ভালোভাবেই অনুশীলন করতে দেখেছি।’

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ক্লোজডোরে ক্রিকেটাররা স্কিল ট্রেনিংয়ে বেশি জোর দিচ্ছেন।

আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কায় এবার ছয় দলের এশিয়া কাপের ম্যাচগুলো আয়োজন হবে।

বি গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে আছে শ্রীলঙ্কা। এ গ্রুপে পাকিস্তান ও ভারতের সঙ্গে আছে নেপাল। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সুপার ফোরে প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে ম্যাচটি হবে ৩১ আগস্ট। দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দিতে হবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে উঠলে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে দুই দেশ মিলিয়ে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের প্রথম ও শেষ ম্যাচ হবে কলম্বোতে, আর দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।

ইয়াসিন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়