২৫ রুমের প্রাসাদ, প্রাইভেট জেট, ৯টি গাড়িসহ সৌদি আরবে যেসব সুবিধা পাবেন নেইমার
প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) থেকে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা জুনিয়র। বছরে তিনি ১০০ মিলিয়ন ডলার বেতন পাবেন। বেতনের বাইরে তাকে রাজকীয় সুবিধাদি দেওয়া হবে। সুবিধাদির সেই তালিকা দেখলে যে কারো চোখ কপালে উঠবে।
চলুন দেখে নিই ব্রাজিলিয়ান এই তারকাকে কি কি সুবিধাদি দিতে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
১. থাকার জন্য নেইমারকে একটি ২৫ বেডরুমের প্রাসাদ দেওয়া হবে।
২. যেখানে থাকবে ব্যক্তিগত সুইমিংপুল। যার আকৃতি ৪০*১০ মিটার!
৩. স্টিম বাথ তথা সাউনা থাকবে তিন-তিনটি।
৪. তার রাজকীয় প্রসাদ সব সময় যাতে ঝকঝকে-তকতকে থাকে সেজন্য থাকবে ৮ জন কর্মচারী।
৫. তাকে ব্যক্তিগত জেট সুবিধাও দিবে আল-হিলাল।
৬. সৌদি আরবের মধ্যে চলাচলের জন্য পাবেন ৯টি বিলাসবহুল গাড়ী। তার মধ্যে উল্লেখযোগ্য- বেন্টলে কন্টিনেন্টাল জিটি, এস্টন মার্টিন ডিভিএস ও ল্যাম্বরঘিনি হুরাকেন। তার সাথে থাকবে ২৪ ঘণ্টা ড্রাইভার।
৭. ছুটির সময়ে তিনি যেখানে ভ্রমণ করবেন, যা খাবেন সেটার সব খরচ বহন করবে আল-হিলাল। শুধু কি তাই? কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে তিনি যা খরচ করবেন তার সব ব্যয়ও বহন করবে আল-হিলাল।
এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রমোট করে তিনি যদি কোনো পোস্ট দেন তাহলে প্রতি পোস্টের জন্য পাবেন ৪.৫ কোটি টাকা।
ঢাকা/আমিনুল