ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

‘লেভেল এ’ কোচিংয়ের তালিম নিলেন জ্যোতি, মারুফারা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৭ আগস্ট ২০২৩  
‘লেভেল এ’ কোচিংয়ের তালিম নিলেন জ্যোতি, মারুফারা

ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে ছুটিতে চলে গিয়েছিলেন জাতীয় নারী ক্রিকেট দল। সামনেই তাদের ক্যাম্প। এর আগে তাদেরকে ডেকে কোচিং কোর্সের আয়োজন করেছিল বিসিবি। সিলেটে ১৬ ও ১৭ আগস্ট দুদিনের ‘লেভেল এ’ কোচিং কোর্সে অংশ নেন ১৯ নারী ক্রিকেটার। বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের আয়োজনে এই কোর্স অনুষ্ঠিত হয়।

বিসিবি বলছে, ‘লেভেল এ’ কোচিং কোর্সের মাধ্যমে তাদের ক্রিকেট বিষয়ক জ্ঞানের উন্নতি বিকশিত হবে এবং যা তাদের খেলায় প্রভাব রাখবে। কোর্সে অংশগ্রহণকারী নারীরা হলেন, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ঞা, সানজিদা আক্তার মেঘলা, শারমীন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, জাহানারা আলম ও শরিফা খাতুন।

কোর্স করান বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের কোচ ওয়াহিদুল গনি, মিজানুর রহমান, সোহেল ইসলাম, মাহবুব আলী জাকি, কামরুল হাসান ও রাশেদ ইকবাল।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়