অধিনায়ক বুমরাহর প্রত্যাবর্তন, আইরিশদের মুখোমুখি ভারত
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরছেন তিনি। অধিনায়ক হয়েই ফিরেছেন। আজ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন এই তারকা।
সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছিল ভারত। এবার আইরিশদের বিপক্ষে নতুন দল নিয়ে মাঠে নামবে তারা। এশিয়া কাপকে সামনে রেখে মূল দলের প্রায় সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বুমরাহর নেতৃত্বে একঝাঁক তরুণ অনভিজ্ঞ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই সিরিজে। রিংকু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, শিভাম দুবের মতো তরুণরা সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। অন্যদিকে আইরিশরাও নিজেদের সেরা দল নিয়েই তাদের মোকাবেলা করবে।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আয়ারল্যান্ডের ডাবলিনের দ্য ভিলেজে মুখোমুখি হবে দুই দল। এর আগে বিশ ওভারের ক্রিকেটে মোটে পাঁচবার মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড ও ভারত। তাতে প্রতিবারই জিতেছে ভারতীয়রা।
ভারত দল:
জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদিপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।
আয়ারল্যান্ড দল:
অ্যান্ড্রু বাঁলবির্নি (অধিনায়ক), রস অ্যাডায়ার, হ্যারি টেক্টর, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং ও থিও ভ্যান ওয়ার্কম।
ঢাকা/বিজয়