ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পিএসজি-বার্সেলোনা নিয়ে মেসির আক্ষেপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৮ আগস্ট ২০২৩  
পিএসজি-বার্সেলোনা নিয়ে মেসির আক্ষেপ

লিওনেল মেসির হৃদয়ের গহীনে জায়গা করে আছে বার্সেলোনা। তিনি কখনো বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে যাবেন সেটা কখনো কেউ ভাবতেই পারেনি। কিন্তু পরিস্থিতি তাকে সেটা করতে বাধ্য করেছে। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে তিনি পিএসজিতে যোগ দেন। আবার পিএসজি ছেড়ে তিনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিবেন সেটাও কারও কল্পনায় ছিল না। কিন্তু সেটাও এখন বাস্তব।

বৃহস্পতিবার অতীতের স্মৃতিচারণ করেন মেসি। সেখানে তার কণ্ঠে আক্ষেপও ঝড়ে। মেসি বলেন, ‘আমি পিএসজিতে যাবো এটা না আমার পরিকল্পনায় ছিল, না আমার কোনো ইচ্ছা বা অভিপ্রেত ছিল। শুধু তাই নয়, আমি বার্সেলোনাও ছাড়তে চাইনি।’

মায়ামি চলতি মাসের শেষের দিকে লিগের দুটি ম্যাচ কৃত্রিম টার্ফে খেলবে। মায়ামির ভক্ত-সমর্থকরা এ নিয়ে বেশ চিন্তিত। কারণ, তারা ভাবছেন মেসি কি টার্ফে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেবন?

আরো পড়ুন:

এ বিষয়ে মেসি বলেছেন, ‘তরুণ বয়সে আমি কৃত্রিম টার্ফেই খেলেছি। এরপর বলতে গেলে সারা জীবনই আমি প্রাকৃতিক পিচে খেলেছি। অনেকদিন আগে আমি টার্ফে খেলেছি। তবে টার্ফে খেলতে আমার সমস্যা হবে না। দ্রুতই মানিয়ে নিতে পারবো।’

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়