ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

২০২৪ সালের আগে আর খেলা হচ্ছে না ডি ব্রুইনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৮ আগস্ট ২০২৩  
২০২৪ সালের আগে আর খেলা হচ্ছে না ডি ব্রুইনের

প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটির মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন কেভিন ডি ব্রুইন। সে কারণে সুপার কাপে সেভিয়ার বিপক্ষে খেলা হয়নি তার। আজ শুক্রবার কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন ২০২৪ সালের আগে হয়তো আর ডি ব্রুইনকে পাচ্ছেন না তিনি।

এ বিষয়ে নিউক্যাসেলের বিপক্ষের ম্যাচের আগে গার্দিওলা বলেন, ‘তাকে চার-পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ইনজুরির কারণে আমরা আমাদের সেরা অবস্থানে নেই। যদিও এটা স্বাভাবিক ব্যাপার। আমরা এটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের টিম স্পিরিট রয়েছে।’

৩২ বছর বয়সী ডি ব্রুইনের সমস্যাটা অবশ্য নতুন নয়। এই সমস্যার কারণে গেল জুনে তিনি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পুরোটা সময় খেলতে পারেননি। এই সমস্যা থেকে সেরে উঠতে শিগগিরই তিনি বেলজিয়ামে যাবেন অস্ত্রোপচার করতে।

কেবল ডি ব্রুইনই নন, গার্দিওলা শনিবারের ম্যাচে পাবেন না বার্নার্ডো সিলভা ও জন স্টোনসকেও। তারা দুজন খেলতে পারেননি সেভিয়ার বিপক্ষেও। কনকাসনের জন্য আগের দুই ম্যাচ খেলতে না পারা রুবেন দিয়াস নিউক্যাসেলের বিপক্ষে শনিবার খেলতে পারেন।

নিউ ক্যাসেল ৫-১ গোলে  অ্যাস্টন ভিলাকে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়