ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

রূপকথাকে হার মানিয়ে নেইমারকে বরণ করে নিলো আল হিলাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২০ আগস্ট ২০২৩   আপডেট: ১৫:১৬, ২০ আগস্ট ২০২৩
রূপকথাকে হার মানিয়ে নেইমারকে বরণ করে নিলো আল হিলাল

আরব্য রজনীর রূপকথার কথা আমরা জানি। যে রূপকথা শোনার পর কল্পনায় ভেসে উঠতো এক পঙ্খীরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন রাজপুত্র। আরব্য রজনীর রূপকথা কল্পনা হলেও এবার সেটা বাস্তবে করে দেখালো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। রুপকথাকে হার মানানো সংবর্ধনায় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বরণ করে নিয়েছে আরব ক্লাবটি। ছবির গল্পে দেখা যাক নেইমারের রাজকীয় বরণের মুহূর্তগুলো

শুরুতেই চোখধাঁধানো আলোর রোশনাই দিতে পুরপ গ্যালারি ধাঁধিয়ে দেয় আল হিলাল। অজস্র দর্শক প্রতীক্ষা করতে থাকেন তাদের স্বপ্নের রাজপুত্রএক বরণ করার জন্য।।

অজস্র দর্শকে পরিপূর্ন গ্যালারিতে জোনাকির রোশনাই ছড়িয়ে ব্রাজিলিয়ান রাজপুত্রকে বরণ করে নিতে প্রস্তুত আল হিলাল।

আরো পড়ুন:

অতঃপর হাজারো তারার ঝলকানি ম্লান করে প্রবেশ করলেন ব্রাজিলিয়ান তারকা। হাত উঁচিয়ে নিজের আগমন্ধ্বনি জানান দেন তিনি।

দর্শকের অভিবাদনের জবাব দিতে আলোর ছটায় নিজেকে রাঙিয়ে মঞ্চে প্রবেশ করছেন নেইমার

হাত মিলিয়ে আল হিলালের ক্ষুদে ভক্তদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন নেইমার। তার হাসিমুখ যেন আলোর রোশনাই হয়ে ভাসছিলো।

আল হিলালের ক্ষুদে ভক্তদের অভিবাদনের জবাব দিচ্ছেন ব্রাজিলিয়ান রাজপুত্র। তার হাসিমুখই বলে দিচ্ছিল আলো রাঙা রাতের কথা।

সৌদি আরবের আকাশজুড়ে আল হিলাল ফুটিয়ে তুলেছিল বিশ্ব ফুটবলের এক নক্ষত্রকে। জোনাকির মতো আলোর সমন্বয়ে তৈরী করা প্রতিকৃতির কাছে যেন হার মেনে যাচ্ছিলো পুরো সৌদির আকাশ।

অবশেষে নেইমার হয়ে গেলেন আল হিলালের ঘরের ছেলে। নেইমার হয়ে গেলেন আরব ক্লাবটির নীল ধ্রুবতারা। সেটাই যেন পুরো আকাশকে জানান দিতে চাইলো সৌদি ক্লাবটি।

একই সঙ্গে আলোর ঝলকানিতে ফুটে উঠেছিল নেইমারের জার্সি নম্বর। সেই সঙ্গে তার ক্যারিয়ারের একটা অংশ। এই জার্সি নম্বরই সম্ভবত হতে যাচ্ছে আল হিলালের একটি ইতিহাস।

সমর্থকদের আগমনী বার্তা দিচ্ছেন নেইমার। যেন বলতে চাইছেন, 'আমি এসে গেছি।' নেইমার বোধহয় আশা দিচ্ছেন। যে আশাতে আলোর  ফোটা দেখে বিস্ময়ে হতবাক পাশে থাকা নিরাপত্তাকর্মীও।

সমর্থকে পরিপূর্ণ গ্যালারিও যেন সমবেত হাত তুলে জানান দিচ্ছে, 'স্বাগতম রাজপুত্র। আমরা তোমার জাদুর অপেক্ষায়।' 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়