ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে চাহাল যা লিখলেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২১ আগস্ট ২০২৩  
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে চাহাল যা লিখলেন

আসন্ন এশিয়া কাপের জন্য আজ সোমবার দল ঘোষণা করেছে ভারত। কিন্তু এই দলে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল। যিনি ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে মন খারাপ করেছেন তিনি। আর সেটার প্রতিফলন দেখা গেল তার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে।

দল থেকে বাদ পড়ে চাহাল অবশ্য অক্ষর দিয়ে কিছু লিখেননি। আকার-আকৃতি দিয়ে বুঝিয়েছেন মেঘের আড়ালে ঢাকা পড়া সূর্য আবার আলো ছড়াবে।

আরো পড়ুন:

টুইটারে চাহাল মেঘের আড়ালের সূর্যের একটি ইমোজি দেন। এরপর লম্বা অ্যারো চিহ্ন এঁকে সামনে একটি ঝলমলে সূর্যের ইমোজি দেন। অর্থাৎ যে সূর্য আজ মেঘের আড়ালে ঢাকা পড়েছে, সেটি একদিন ঠিকই আলো ছড়াবে।

তার সাংকেতিক এই পোস্ট সাড়ে ২৩ হাজার ভক্ত-সমর্থক লাইক দিয়েছেন। আর কমেন্ট করেছেন ১ হাজার ৬০০ জন।

ইনজুরি কাটিয়ে ভারতের এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ারও জায়গা করে নিয়েছেন। ব্যাক-আপ খেলোয়াড় হিসেবে আছেন সঞ্জু স্যামসন। কিন্তু চাহালের না থাকাটা অনেককেই বিস্মিত করেছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়