ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সাকিবের গায়ে রহস্যঘেরা জার্সি নম্বর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২২ আগস্ট ২০২৩   আপডেট: ২২:০৭, ২২ আগস্ট ২০২৩
সাকিবের গায়ে রহস্যঘেরা জার্সি নম্বর

চক্ষু চড়কগাছ! ‘সেভেন্টি ফাইভ’ খ্যাত সাকিব আল হাসানের গায়ে ৬৭ নাম্বারের জার্সি? শুধু তাই নয় একই জার্সিতে আছে ৭৮ নম্বরও। কিন্তু কেন?

৭৫ নম্বরের সঙ্গে এই দুই নম্বরের জার্সি পরা সাকিবের দেখা মেলে মঙ্গলবার (২২ আগস্ট) একট মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং স্পটে। 

জার্সি নম্বর কি বদলে যাচ্ছে? এমন প্রশ্নে রাইজিংবিডিকে সাকিব বলেন, ‘এটার জন্যতো একটা চমক আছে। সেটার জন্য আপনাকে চোখ রাখতে হবে টিভির পর্দায়।’

আরো পড়ুন:

সাকিব খোলাসা না করলেও জার্সি নম্বরের বিষয়ে নিশ্চিত হয়েছে রাইজিংবিডি। মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং সংশ্লিষ্ট একজন বলেন, ‘৬৭ নম্বরটি হলো মুঠোফোনের চার্জারের ওয়াট আর ৭৮ হচ্ছে মুঠোফোনের একটি মডেল। এ জন্য চমক রেখে জার্সি নম্বর বদল করা হয়েছে।’

গতকাল দুবাই থেকে ঢাকা আসেন সাকিব। আজ সকালে যান বরিশালে একটি হাসপাতাল উদ্বোধনে। বিকেলে হাজির হন শুটিং স্পটে। আগামীকালও তার শুটিং রয়েছে। অনুশীলনে যোগ দেবেন ২৪ আগস্ট থেকে। 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়