ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে? জানালেন মরগান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৩ আগস্ট ২০২৩  
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে? জানালেন মরগান

অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। এমন সময় ক্রিকেটবোদ্ধারা কারা যাবে বিশ্বকাপের সেমিফানাইলে, বিশ্বকাপ জেতার ক্ষেত্রে কারা ফেভারিট; সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। জানাচ্ছেন তাদের মতামত। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগ্যান।

তিনি অবশ্য বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে আয়োজক ভারতকেই ফেভারিট মানছেন। তার চোখে দ্বিতীয় ফেভারিট দল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

মরগান বলেন, ‘ইংল্যান্ড অবশ্যই দুর্দান্ত দল। তবে আমি তাদের দ্বিতীয় ফেভারিটের তালিকায় রাখবো। আমি মনে করি ঘরের মাঠে ভারত সবচেয়ে আত্মবিশ্বাসী দল। ঘরের মাঠে বিশ্বকাপ তাদের দারুণভাবে এগিয়ে রাখবে। তবে কল্পনায়ও ইংল্যান্ডকে খাটো করে দেখা উচিত হবে না।’

তিনি আরও বলেন, ‘মার্ক উডের ফিটনেস এবং অ্যাশেজ সিরিজে সে যে দুর্দান্ত বোলিং করেছে সেটা কিন্তু আশা জাগানিয়া। ইংল্যান্ডের ব্যাটিং ও বোলিং লাইন-আপে যে পরিমাণ মেধাবী ও অভিজ্ঞ ক্রিকেটার আছে তাতে বিশ্বকাপের শেষপ্রান্তে গিয়ে দেখা যাবে তারা শিরোপার দাবিদার হয়ে উঠবে।’

ভারত ও ইংল্যান্ডের পর ফেভারিটের তালিকায় অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে রেখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘ভারত-ইংল্যান্ডের বাইরে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকেও দাবিদার মানতে হবে। ভারতীয় কন্ডিশনে খেলতে হলে আপনার সব ধরনের সামর্থ থাকতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে বিশ্বকাপে আপনাকে একটি দেশের চারপ্রান্তেই ঘুরে ঘুরে খেলতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনের মুখোমুখি হতে হবে। আর সেটাকে মোকাবিলা করতে সব ধরনের যোগ্যতা ও সামর্থ থাকতে হবে। আমি মনে করি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সেটা রয়েছে।’

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়