ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

পিসিবি’র চেয়ারম্যান পদ যেন ‘মিউজিক্যাল চেয়ার’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৩ আগস্ট ২০২৩  
পিসিবি’র চেয়ারম্যান পদ যেন ‘মিউজিক্যাল চেয়ার’

দুই মাস আগে নাজাম শেঠিকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব দেওয়া হয় জাকা আশরাফকে। কিন্তু দুই মাসের মাথায় জাকা আশরাফকে সরিয়ে আবার দায়িত্বে ফিরতে যাচ্ছেন শেঠি। পরিস্থিতি এমন পিসিবির চেয়ারম্যানের পদ যেন মিউজিক্যাল চেয়ার। যেখানে একজন এসে বসেন, আবার তাকে সরিয়ে আরেকজন এসে বসেন।

জানা গেছে, আজ বুধবার পাকিস্তানের নির্বাচন কমিশন শেহবাজ শরীফের সময় যতগুলো রাজনৈতিক নিয়োগ হয়েছে তাদের সবাইকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে জাকা আশরাফও বাদ পড়তে যাচ্ছেন। যেহেতু তার নিয়োগটি রাজনৈতিকভাবে হয়েছে।

তবে এশিয়া কাপ-২০২৩ কে সামনে রেখে এবং বাবর বাহিনীর কেন্দ্রীয় চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে বোর্ড প্রধানের এমন পরিবর্তন কতোটা সুখকর হবে পাকিস্তান ক্রিকেটের জন্য?

অবশ্য পিসিবি প্রধান হিসেবে সব নিয়োগই রাজনৈতিকভাবে হয়। কারণ, দেশটির প্রধানমন্ত্রী হলেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। সে কারণে পিসিবি প্রধানকে নিয়োগ দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে।

এর আগে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর এহসান মানিকে সরিয়ে পিসিবি প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন রমিজ রাজাকে। ইমরান খান চলে যাওয়ার পর রমিজ রাজাও সরে যান। ২০২২ সালের ডিসেম্বরে রমিজের পরিবর্তে পিসিবির দায়িত্ব নেন নামাজ শেঠি। আর গেল জুলাইয়ে শেঠিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় জাকা আশরাফকে।

অবাক করা বিষয় হলো গেল ৬ বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক-দুইজন নয়, চার-চারজন প্রধান পেয়েছে। সে হিসেবে পিসিবি কি কি মিউজিক্যাল চেয়ার কিংবা তৈলাক্ত বাঁশ নয়? যেটা বেয়ে কেউ উপরে উঠতে গেলে পিছলিয়ে পড়ে যাচ্ছেন। আবার নতুন একজন উঠতে গিয়ে তিনিও পড়ে যাচ্ছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়