ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ম্যানসিটি ছেড়ে রোনালদোর আল-নাসরে লাপোর্তে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ২২:২৯, ২৪ আগস্ট ২০২৩
ম্যানসিটি ছেড়ে রোনালদোর আল-নাসরে লাপোর্তে

ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন স্প্যানিশ তারকা আয়মেরিক লাপোর্তে। ৩০ মিলিয়ন ডলার ফি-তে তিনি সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ম্যানসিটি ও আল-নাসর। সপ্তাহে তিনি ৫ লাখ ৫ হাজার ডলার বেতন পাবেন সৌদি আরবে।

ছয় মৌসুম তিনি প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে খেলেন। এ সময় ম্যানসিটির হয়ে ১৮০ ম্যাচে মাঠে নামেন। গোল করেন ১২টি। অ্যাসিস্ট করেন ৪টি। সবশেষ গেল মৌসুমে ট্রেবল জিতেন। কিন্তু ম্যানুয়েল আকানজি ও নাথান আকের কারণে তিনি ব্রাত্য হয়ে পড়েন। সে কারণে ২৯ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারকে ছেড়ে দিলো স্কাই ব্লুজরা।

এই মৌসুমে এ নিয়ে পাঁচজন ফুটবলারকে দলে ভেড়ালো আল-নাসর। লাপোর্তের আগে তারা দলে নেয় সাদিও মানে, সেকো ফোফানা, মার্সেলো ব্রোজোভিচ ও আলেক্স টেলেসকে।

আরো পড়ুন:

লাপোর্তে ২০১৮ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে ম্যানসিটিতে যোগ দেন। গেল পাঁচ বছরে তিনি প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে মোট ১৩টি শিরোপা জিতেন। তার মধ্যে পাঁচটি লিগ শিরোপা, চারটি লিগ কাপ, দুটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা রয়েছে। এছাড়া এ সময় তিনি স্পেনের হয়ে উয়েফা ন্যাশন্স লিগও জেতেন।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়