ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

মুশফিক ৯৯ নট আউট, লিটন-সৌম‌্যর ব‌্যাটে রান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৮, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:২৪, ২৫ আগস্ট ২০২৩
মুশফিক ৯৯ নট আউট, লিটন-সৌম‌্যর ব‌্যাটে রান

এশিয়া কাপ খেলতে উড়াল দেওয়ার আগে নিজেদের বৃহস্পতিবার শেষ দিনের প্রস্তুতিতে ইন্ট্রা স্কোয়াড ম‌্যাচ খেলেছিল জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবি রেড ও গ্রীন নামে দুটি দল কৃত্রিম আলোয় মাঠে নেমেছিল মিরপুরের ২২ গজে। যেখানে জয়-পরাজয়ের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এতোদিনের প্রস্তুতি কেমন হয়েছে তা দেখে নেওয়ার। তাতে খুব বেশি সন্তুষ্ট হওয়ার কথা নয়। 

বোলারদের পারফরম‌্যান্স ঠিকঠাক থাকলেও ব‌্যাটসম‌্যানরা রান পাননি। রেড দলের মুশফিকুর রহিম দু‌্যতি ছড়িয়ে ৯৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া গ্রীন দলের লিটন দাস সর্বোচ্চ ৪৩ রান করেন। ২৯ রানে অপরাজিত থাকেন সৌম‌্য সরকার। ৫০ ওভারের ম‌্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে খেলা পণ্ড হয়। 

আগে ব‌্যাটিং করে বিসিবি রেড দল ৩৬ ওভারে ৬ উইকেটে ২১৭ রান করে। মুশফিক চারে নেমে ৯৩ বলে ৯৯ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৫১ বলে ৩৩ রান করেন। ইনিংসের শুরুতে দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসানের ব‌্যাট হাসেনি। নাঈম ১২ ও তানজিদ ১৭ রানে আটকে যান। তাওহীদ হৃদয়ের ব‌্যাট থেকে আসে ১১ রান। গ্রীন দলের হয়ে ব‌ল হাতে ৬৭ রানে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। তবে বাঁহাতি পেসার ৮ ওভারে খরচ করেন ৬৭ রান। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন। 

জবাব দিতে গ্রীন দল ৪ উইকেট হারিয়ে ৩০ ওভারে ১৬৫ রান করে। ওপেনিংয়ে জাকির হাসান রানের খাতা খোলার আগে আউট হন। আফিফ তিনে নেমে করেন মাত্র ১৬ রান। লিটন অপরপ্রান্তে ৬০ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। রান খরায় থাকা এ ব‌্যাটসম‌্যান উইকেটে সময় নিলেও বড় রান পাননি। শামীমের ৩৭ রানের ইনিংসটি থেমে যায় নাসুমের ঘূর্ণিতে। এরপর সৌম‌্য সরকার ও মাহেদী হাসান জুটি বেঁধে দলের স্কোরকে এগিয়ে নেন। সৌম‌্য ২৯ ও মাহেদী ২০ রানে অপরাজিত থাকেন। বল হাতে রেড দলের হয়ে ৩১ রানে ২ উইকেট নেন নাসুম। 

অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব গতকাল প্রথম এসেছিলেন মিরপুর হোম অব ক্রিকেটে। সাকিব ম‌্যাচ শুরুর পরপরই বেরিয়ে যান স্টেডিয়াম থেকে। মাহমুদউল্লাহও ছিলেন না ম‌্যাচে। এছাড়া তৃতীয় সন্তানের বাবা হওয়া তাসকিন আহমেদ এবং সন্তান সম্ভাব‌্য স্ত্রীকে নিয়ে হাসপাতালে চেক আপ করতে যাওয়ায় নাজমুল হোসেন শান্ত ম‌্যাচে অংশ নিতে পারেননি। বাকিরা সবাই ছিলেন ম‌্যাচে।

২৭ আগস্ট দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কা উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। ক‌্যান্ডিতে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম‌্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

ঢাকা/ইয়াসিন     

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়