ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

অন্যরকম সেঞ্চুরিতে বাবরই ‘ফার্স্ট বয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:০৫, ২৫ আগস্ট ২০২৩
অন্যরকম সেঞ্চুরিতে বাবরই ‘ফার্স্ট বয়’

বাবর আজম মাঠে নামছেন মানেই নতুন কোনো কীর্তি। এবার আরেকটি কীর্তি গড়েছেন পাকিস্তান অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে খেলে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় প্রথম স্থানে চলে এসেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই এই কীর্তি গড়ে ফেলেন পাকিস্তান অধিনায়ক। বাবর ছাড়িয়ে গেছেন হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের। এ সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় আছেন কেবল জো রুট ও শাই হোপ।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসের পর বাবরের রান এখন ৫৮.৪৩ গড়ে ৫১৪২। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলা। ক্যারিয়ারের প্রথম ১০০ ওয়ানডে ইনিংসে ২৫ ফিফটি ও ১৭ সেঞ্চুরিতে তিনি রান করেছিলেন ৪৯৪৬রান। তালিকায় পরের তিনটি স্থানে আছেন ভিভ রিচার্ডস (৪৬০৭), শাই হোপ (৪৪৩৬) এবং জো রুট (৪৪২৮)।

প্রথম ১০০ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রান 

নাম      গড়  সেঞ্চুরি  ফিফটি  রান
বাবর আজম   ৫৮.৪৩ ১৮ ২৭ ৫১৪২
হাশিম আমলা  ৫৩.১৮  ১৭ ২৫ ৪৯৪৬
ভিভ রিচার্ডস   ৫৬.৮৭  ০৮ ৩৪ ৪৬০৭
শাই হোপ      ৫০.৪০ ১৪ ২১ ৪৪৩৬
জো রুট      ৫০.৮৯  ১১ ২৭ ৪৪২৮

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়