ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

এশিয়া কাপের ৫ দিন আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৫২, ২৮ আগস্ট ২০২৩
এশিয়া কাপের ৫ দিন আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা

এশিয়া কাপ শুরু হতে বাকি মাত্র ৫ দিন। ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এশিয়া কাপ-২০২৩ এর। তার আগে ধাক্কা খেল এশিয়া কাপের এবারের আসরের ৯ ম্যাচের আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।

শ্রীলঙ্কার স্পোর্টস প্যাভিলিয়নের সাংবাদিক দানুশকা অরবিন্দ টুইটারে ব্রেকিং নিউজ লিখে জানিয়েছেন তাদের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। পর পর দুই পোস্টে তিনি সেই দুই ক্রিকেটারের নাম লিখেন। তারা হলেন কুশাল পেরেরা ও আভিশকা ফার্নান্দো। অবশ্য এই দুই ক্রিকেটার এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন। আভিশকা ২০২২ সালের ফেব্রুয়ারিতে এবং পেরেরা ২০২১ সালের আগস্টে আক্রান্ত হয়েছিলেন।

অবশ্য শ্রীলঙ্কা এখনো তাদের এশিয়া কাপের দল ঘোষণা করেনি। ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে। সেক্ষেত্রে এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে কিংবা স্ট্যান্ডবাই রেখে দল ঘোষণা করতে পারে।

আরো পড়ুন:

সেক্ষেত্রে পেরেরা ও ফার্নান্দোকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হয়তো পাবে না তারা।

তবে দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় অনেকে শঙ্কা করছেন এশিয়া কাপ পিছিয়ে যাওয়ার। এখন দেখার বিষয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি সিদ্ধান্ত নেয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়