ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ওমানে দারুণ জয় পেলো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ২২:১৭, ২৫ আগস্ট ২০২৩
ওমানে দারুণ জয় পেলো বাংলাদেশের মেয়েরা

ওমানে চলমান এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকি টুর্নামেন্টে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার রাতে তারা ১০-৫ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। অবশ্য প্রথম ম্যাচে আজ সকালেই ইন্দোনেশিয়ার কাছে ৭-৪ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

তবে চাইনিজ তাইপের বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দেয়। খেলে বেশ প্রভাব বিস্তার করে। তাতে প্রথমার্ধ শেষ করে ৫-৩ গোলে এগিয়ে থেকে। বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মকই খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। এই অর্ধে আরও পাঁচটি গোল করে। হজম করে দুটি।

বাংলাদেশের জয়ে অর্পিতা একাই করেন ৬ গোল। আর রিয়া করেন বাকি চার গোল। ম্যাচসেরা হন তিনি।

আরো পড়ুন:

শুক্রবারের মতো শনিবারও দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে সকালে তারা লড়বে শক্তিশালী ইরানের বিপক্ষে। আর রাতে লড়বে হংকং-এর বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়