‘আজকের এই মুহূর্তটা যদি মা দেখতে পেত’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষের দিকে নেমে দারুণ ব্যাটিং করে পাকিস্তানকে জয় এনে দেন পেসার নাসিম শাহ। এমন জয়ের পর প্রয়াত মাকে খুব মনে পড়ছিল নাসিমের। ম্যাচ শেষে সেটা জানিয়েই বেশ আফসোস করলেন এই পেসার।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় লড়াইটা বেশ জমে উঠেছিল। জয় থেকে আফগানরা তখন স্রেফ এক উইকেট দূরে। পাকিস্তানের প্রয়োজন ৬ বলে ১১ রান। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানই চাপে ছিল। সেই চাপ জয় করে দলকে দারুণ এক জয় এনে দেন নাসিম।
শেষ ওভারের প্রথম বলেই চার। পরের বলে রান হয়নি, তৃতীয় বলে আসে সিঙ্গেল। চতুর্থ বলে হারিস রউফের ব্যাট থেকে আসে ৩ রান। শেষ ২ বলে পাকিস্তানের লাগতো ৩ রান। ফারুকিকে থার্ড ম্যান দিয়ে চার মেরে ১ বল বাকি থাকতেই জয়ের উল্লাসে মেতে ওঠেন নাসিম।
এমন জয়ের পর একটি ভিডিও পরে প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই মাকে নিয়ে স্মৃতিচারণ করেন ২০ বছর বয়সী এ পেসার। নাসিম বলেন, ‘আমি কেবল একটি কথাই বলবো, আজকের এই মুহূর্তটা যদি মা দেখতে পেত। এখন বলার মতো আর কিছু নেই।’
২০১৯ সালের ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাসিম। এর সপ্তাহখানেক আগে মা-কে হারান পাকিস্তানের এই তরুণ পেসার।