ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চ‌্যাম্পিয়নের ছবি হৃদয়ে আঁকছেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৪:২৪, ২৭ আগস্ট ২০২৩
চ‌্যাম্পিয়নের ছবি হৃদয়ে আঁকছেন তাসকিন

ওয়ানডে ক্রিকেটে অন‌্যতম পরাশক্তি হয়ে উঠা বাংলাদেশ মহাদেশীয় বা বৈশ্বিক আসরে কোনো শিরোপা জিতেনি। দ্বিপক্ষীয় সিরিজ বাদে বাংলাদেশের একমাত্র অর্জন আয়ারল‌্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়। সেটাও ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে। এর বাইরে বড় কোনো সাফল‌্য নেই।

তবে তীরে গিয়ে তরী ডোবানোর গল্পও কম নেই বাংলাদেশের ক্রিকেটে। তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। ঘরের মাঠে ২০১২ ও ২০১৬ সালে পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

প্রথমবার স্রেফ ২ রানের জন্য পাকিস্তানের বিপক্ষে হতাশার হার। পরেরটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হতাশায় ডুবতে হয়েছে ভারতের বিপক্ষে। এরপর ২০২০ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে সবশেষ ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও আশা জাগিয়ে ভারতের কাছে হেরে যায় টাইগাররা।

এশিয়া কাপের সবশেষ আসরে বাংলাদেশ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। আফগানিস্তান, শ্রীলঙ্কা - কারও বিপক্ষেই ভালো খেলেনি বাংলাদেশ। এবার ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় আশা বাংলাদেশের। রোববার দুপুরে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে দলের হয়ে তেমন আশাবাদের কথাই শুনিয়ে গেছেন পেসার তাসকিন আহমেদ।

তাসকিন বলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে ভালো করছে বাংলাদেশ। ১৫ ম্যাচে বাংলাদেশের জয় ৮টিতে, হার ৫টি, ফল আসেনি ২ ম্যাচে। এই সময়ে খেলার ধরনেও পরিবর্তন চোখে পড়ার মতো। আগের চেয়ে ইতিবাচক ব্যাটিংয়ে বড় স্কোর গড়ার দিকে মন দিতে দেখা গেছে প্রায় সব সিরিজে। সঙ্গে বোলিং ও ফিল্ডিং হয়েছে ধারালো। চন্ডিকা হাথুরুসিংহে যোগ দেওয়ায় গোটা দলের আবহও পরিবর্তন হয়েছে।

সবাই সেরা ক্রিকেট খেলতে পারলে বড় অর্জন সম্ভব বলে মনে করছেন তাসকিন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।'

ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়