ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

গায়কোয়াড়-জয়সওয়াল-রিংকু সিংদের হেড কোচ হলেন লক্ষ্মণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৭ আগস্ট ২০২৩  
গায়কোয়াড়-জয়সওয়াল-রিংকু সিংদের হেড কোচ হলেন লক্ষ্মণ

আগামী মাসে চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। তৃতীয়বারের মতো এশিয়ান গেমসে রয়েছে ক্রিকেট ইভেন্ট। আর প্রথমবারের মতো এই ইভেন্টে অংশ নিতে যাচ্ছে ভারতের নারী ও পুরুষ ক্রিকেট দল।

আগে জানা গিয়েছিল রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে এশিয়ান গেমসে খেলবে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ও রিংকু সিংরা। কিন্তু আজ রোববার জানা গেল তাদের হেড কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। কারণ, রাহুল দ্রাবিড়র ব্যস্ত থাকবেন ওয়ানডে বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করার কাজে।

লক্ষ্মণ ছাড়াও বোলিং কোচ হিসেবে সিরাজ ভুতুলে এবং ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন মুনিশ বালি। 

আরো পড়ুন:

এদিকে এশিয়ান গেমসে ভারত নারী দলের কোচ হিসেবে নির্বাচন করা হয়েছে হৃষিকেশ কানিতকরকে। নারী দলের বোলিং কোচ হিসেবে আছেন রাজিব দত্ত আর ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শুভাদীপ ঘোষ।

এশিয়ান গেমসে ভারত নারী দলের গোল্ড মিশন শুরু হবে ১৯ সেপ্টম্বর। আর পুরুষ দলের মিশন শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ক্রিকেট ইভেন্ট শেষ হবে ৭ অক্টোবর।

এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল:
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আরশদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে ও প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)।

এশিয়ান গেমসে ভারতের নারী দল:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমনজোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সারভানি, তিতাস সাধু, রাজেশ্বরী, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা চেত্রী (উইকেটরক্ষক) ও অনুশা বারেডি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়