ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৮ আগস্ট ২০২৩  
বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো পাকিস্তান

বুধবার থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ-২০২৩। উদ্বোধনী দিনেই মাঠে নামবে আয়োজক পাকিস্তান, প্রতিপক্ষ নেপাল। এশিয়া কাপের পর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেটা শুরু হতে এখনো বাকি ৩৮ দিন। এমন সময়ই আজ সোমবার ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে পাকিস্তান।

লাহোদের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান জাকা আশরাফ জার্সি উন্মোচন করেন। পাকিস্তান তাদের বিশ্বকাপের জার্সির নাম রেখেছে ‘স্টার ন্যাশন জার্সি।’

পাকিস্তান দলের জার্সি হিসেবে যথারীতি সবুজ রঙের আধিক্য রয়েছে। তবে এটাকে তারা কেবল একটি কাপড়ের জার্সি বলতে রাজি নয়। তার চেয়েও বেশি কিছু।

আরো পড়ুন:

‘স্টার নেশন জার্সি একটি নিছক পোশাক নয়। তার চেয়ে বেশি কিছু বোঝায় এটা। এটি পাকিস্তানের ক্রিকেটের নায়কদের এবং তাদের অবিচল সমর্থকদের মধ্যে গভীর সংযোগকে মূর্ত করে। স্বর্গীয় বস্তু থেকে অনুপ্রেরণা নিয়ে, প্রতিটি তারকার উজ্জ্বলতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্রিকেটের কৃতিত্বের উজ্জ্বল আভাকে প্রতীকী করে তৈরি করা হয়েছে এই জার্সি। এটার নকশার দর্শন ক্রিকেটের শ্রেষ্ঠত্বের চেতনাকে ধারণ করে, প্রতিটি পাকিস্তানি ক্রিকেট উত্সাহীর সাথে গভীরভাবে অনুরণিত হয়।’

এ বিষয়ে জাকা আশরাফ বলেন, ‘স্টার নেশন জার্সি আমাদের ক্রিকেটার এবং আবেগপ্রবণ ক্রিকেট ভক্তদের মধ্যে স্থায়ী বন্ধনের সাক্ষ্য বহন করে। যারা প্রতিটি ম্যাচে তাদের পাশে থাকে। এই জার্সিটি আমাদের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য এবং অপেক্ষাকৃত উজ্জ্বল ভবিষ্যতকে ধারণ করে।’

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়