ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৮ আগস্ট ২০২৩  
এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান

বুধবার থেকে শুরু হবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। অল্প সময়ের ব্যবধানে এশিয়ার দেশগুলোর জন্য দুটি বড় টুর্নামেন্ট।

আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন এই বড় দুটি টুর্নামেন্টের শিরোপাই জিতবে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বলেন, ‘আমি জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কথা বলেছি। সেরা কম্বিনেশনের একটি দল আছে আমাদের। আমি মনে করি আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুটোই জিতবো। এশিয়া কাপ ও বিশ্বকাপ শেষ হলেই আমরা ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জেতার লক্ষ্যে ফোকাস করবো।’

আরো পড়ুন:

পাকিস্তানের এশিয়া কাপ জয়ের মিশন শুরু হবে বুধবার (৩০ আগস্ট) নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে। এশিয়া কাপ শেষে পাকিস্তান দল ২৮ সেপ্টেম্বর হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়