ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চুমু কাণ্ডে ১৫ বছরের নিষেধাজ্ঞার সামনে স্পেন ফুটবল প্রধান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৩০ আগস্ট ২০২৩  
চুমু কাণ্ডে ১৫ বছরের নিষেধাজ্ঞার সামনে স্পেন ফুটবল প্রধান

চুমু কাণ্ডের রেশ যেন শেষই হচ্ছে না। দিন দিন আরও ঝাঁঝালো হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবলে। এই ঘটনার সমাপ্তি টানতে উঠেপড়ে লেগেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  স্পেন ফুটবল ফেডারেশন প্রধান (আরএফইএফ) লুইস রুবিয়ালেসকে ১৫ বছরের জন্য ফুটবল কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সংস্থাটি।

বিখ্যাত ইংলিশ দৈনিক ডেইলি মেইলের মতে, ফিফা রুবিয়ালেসকে ১৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। আপাতত তিন মাসের জন্য ফুটবলের সকল ধরণের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তাকে।

ব্রিটিশ মিডিয়ার মতে, আরএফইএফ যদি রুবিয়ালেসকে পদ থেকে সরিয়ে দিতে পারে তখন আঞ্চলিক ফেডারেশনের প্রেসিডেন্টদের কাজ সহজ হয়ে যাবে। তাদের গৃহীত পদক্ষেপগুলোর ফলেই ১৫ বছরের জন্য ফুটবলের বাইরে চলে যেতে পারেন ৪৬ বছর বয়সী এই সংগঠক।

আরো পড়ুন:

এর আগে স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তির গুরুতর ক্ষতির অগ্রহণযোগ্য আচরণের কারণে রুবিয়ালসকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার অনুরোধ করা হলেও আরএফইএফের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

তবে, প্রেসিডেন্ট হিসেবে রুবিয়েলসের পদত্যাগের অনুরোধে আরএফইএফ যে পদক্ষেপ নিয়েছে, এতে পক্ষপাতিত্বের অভিযোগ উঠে এসেছে। আর ঠিক এই কারনেই ফিফা তার শাস্তির বিষয়ে আরও ভালোভাবে চিন্তা করবে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়