ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এনামুলকে উড়িয়ে আনার ব্যাখ্যা দিলেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক, ক্যান্ডি থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৩০ আগস্ট ২০২৩   আপডেট: ১৫:২৫, ৩০ আগস্ট ২০২৩
এনামুলকে উড়িয়ে আনার ব্যাখ্যা দিলেন সাকিব 

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। ছবি: রাইজিংবিডি।

দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে শ্রীলঙ্কা উড়িয়ে আনা হচ্ছে এনামুল হক বিজয়কে। লিটন দাসের পরিবর্তে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

প্রাথমিক স্কোয়াডে না থাকা বিজয় কেন এশিয়া কাপের মূল স্কোয়াডে? অধিনায়ক সাকিব আল হাসান টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, উইকেট কিপিংয়ের বিবেচনায় মূলত এনামুলকে উড়িয়ে আনা হচ্ছে।

সাকিব বলেন, 'যদি মুশফিক ভাইয়ের কিছু হয় বিশেষ করে খেলার সময়; কনকাশন হতে পারে, ছোট খাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওইদিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে (এনামুল) দলে নেওয়া।' 

আরো পড়ুন:

শুধু তাই নয় লিটন টপ অর্ডার ব্যাটার, এনামুলও টপ অর্ডার ব্যাটার, সেটিও বিবেচনা করেছে টিম ম্যানেজম্যান্ট।  সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেট কিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’

উল্লেখ্য, জ্বর না সারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তেই ডাক পেয়েছেন এনামুল।  এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না বিজয়। তবে বাংলাদেশ টাইগার্সের হয়ে ক্যাম্প করছিলেন তিনি। 

সুযোগ পেয়ে বিজয় বলেন, 'আমাকে চট্টগ্রামে টাইগার্সের ম্যানেজার বলেছে অনুশীলন করতে থাকো, ডাক আসতে পারে। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সুযোগ কাজে লাগানোর জন্য।'

বিজয় সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ৭ বলে ৮ রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর বাংলাদেশ ইংল্যান্ড-আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও বিজয় সুযোগ পাননি।

ক্যান্ডি/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়