ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এশিয়ান গেমসে স্ট‌্যান্ডবাই তালিকায় সালমা খাতুন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৩০ আগস্ট ২০২৩  
এশিয়ান গেমসে স্ট‌্যান্ডবাই তালিকায় সালমা খাতুন

এশিয়ান গেমসের জন‌্য ১৫ সদস‌্যের জাতীয় নারী ক্রিকেট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনের।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে মূল স্কোয়াডে ছিলেন অফস্পিন অলরাউন্ডার। মিরপুরে একটি টি-টোয়েন্টি বাদে কোনো ম‌্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার বাদই পড়লেন। তবে তাকে বেশিদূরে পাঠানো হয়নি। স্ট‌্যান্ডবাই তালিকায় আছেন।

এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজুতে, ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট ছিল না। এবার ছেলেদের বিভাগে ১৫টি এবং মেয়েদের বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল। ২২ সেপ্টেম্বর দুপুরে ম‌্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও দল পাঠাবে।

আরো পড়ুন:

টি-টোয়েন্টি ফরম‌্যাটে ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। মেয়েদের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও অংশগ্রহণ করবে। সেই দলও আজ-কালের মধ‌্যে চূড়ান্ত হওয়ার কথা।

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ‌্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিদা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট‌্যান্ড বাই: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি। 

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়