ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে জাপানকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৩১ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:৫০, ৩১ আগস্ট ২০২৩
বিশ্বকাপ বাছাইয়ে জাপানকে হারালো বাংলাদেশ

‘ফাইভ এ সাইড’ এশিয়ান হকির বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকেলে তারা জাপানকে হারিয়েছে ১০-৩ গোলে।

জাপানের বিপক্ষে শুরুটা অবশ্য ভালো হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। শুরুতেই গোল হজম করলেও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। শেষ পর্যন্ত ৪-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ৷ বিরতির পর মাঠে নেমে আরও ৬ গোল করে বাংলাদেশ। তাতে ১০-৩ ব্যবধানের দারুণ এক জয় তুলে নেয়।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ উদ্দিন ও সাইফুল ৩টি করে গোল করেন। আর সারওয়ার ও আবেদ করেন দুটি করে গোল। ম্যাচসেরা হন মোহাম্মদ উদ্দিন।

আরো পড়ুন:

এলিট গ্রুপে প্রথম ম্যাচে বাংলাদেশ ১৫-১ গোলে হারে ভারতের কাছে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হার মানে ১৫-৬ গোলে। আর তৃতীয় ম্যাচে বুধবার মালয়েশিয়ার কাছে হার মানে ১৯-৫ গোলে।

আজ রাতেই গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক ওমান চার ম্যাচের ২টিতে জিতেছে হেরেছে ২টিতে। আজ তারা শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৪-৩ গোলে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়