ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্যই খেলবো: শান্ত

ক্রীড়া প্রতিবেদক, ক্যান্ডি থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৫, ৩১ আগস্ট ২০২৩   আপডেট: ০১:০০, ১ সেপ্টেম্বর ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্যই খেলবো: শান্ত

ঘরের মাঠে জুলাইয়ে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই একই সংস্করণে এশিয়া কাপে এবার সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ আফগানরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের সামনে বাঁচা মরার লড়াই। হারলে বাদ, জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা। 

এমন বাচা-মরার ম্যাচের আগে আত্ববিশ্বাসী টিম বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ম্যাচ শেষে আফগানদের বিপক্ষে জেতার জন্যই খেলবেন বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। পরের ম্যাচ আমরা জেতার জন্যই খেলব। পরের ম্যাচ জেতার পরে বোঝা যাবে কী সমীকরণ দাঁড়াবে বা কী হবে। পরের ম্যাচ আমরা জেতার জন্যই খেলব।’ 

ক্যান্ডির পাল্লকেলে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে ১১ ওভার আগেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। একমাত্র শান্ত এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ২০। এটি আসে হৃদয়ের ব্যাট থেকে। 

ঘরের মাঠে আফগানদের কাছে হারলেও অতীত টানতে চাইছেন না শান্ত। নজর শুধু সামনে, ‘শেষ টি-টোয়েন্টি ম্যাচ (সিরিজ) আমরা জিতেছিলাম। ওয়ানডে ভালো হয়নি। আমরা অতীত নিয়ে চিন্তা করছি না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে আফগানিস্তানের সাথে ভালো ফলাফল করা সম্ভব।’

অবশ্যই (ঘুরে দাঁড়ানো) সম্ভব। আমি যা বললাম এত দূরে চিন্তা না করে আফগানিস্তানের সাথে ম্যাচটা জিততে পারে অইটা নিয়ে প্ল্যান করা, কত ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া যায়। আমরা জেতার জন্যই যাব ঐ ম্যাচে। সেই ম্যাচ যদি আমরা জিতি ইনশাল্লাহ তাহলে পরের অবস্থা কী দাঁড়াবে তা দেখা যাবে’-আরও যোগ করেন শান্ত। 
 
আপাতত শ্রীলঙ্কা মিশন শেষ। সামনে এবার রশিদ খান-মুজিব উর রহমানরা। সকালে টিম হোটেল ছাড়বে বাংলাদেশ। উড়াল দিতে হবে পাকিস্তান। একদিন বিশ্রাম নিয়ে ৩ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে আফগানদের। 

ক্যান্ডি/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়