ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুপার ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন রিংকু সিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৩
সুপার ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন রিংকু সিং

আইপিএলে ঝড় তোলা রিংকু সিং আবারও ব্যাট হাতে ঝড় তুললেন। সুপার ওভারে পর পর তিন বলে তিন ছক্কায় হাঁকিয়ে দলকে জিতিয়েছেন।

এমন বিধ্বংসী ব্যাটিং তিনি করেছেন বুধবার (৩০ আগস্ট, ২০২৩) থেকে উত্তরপ্রদেশে শুরু হওয়া টি-টোয়েন্টি লিগে। যেখানে মুখোমুখি হয়েছিল মিরাট মাভেরিক্স ও কাশী রুদ্রাস। ম্যাচটি নির্ধারিত ২০ ওভার শেষে টাই হয়।

এরপর গড়ায় সুপার ওভারে। সেখানে কাশী রুদ্রাস আগে ব্যাট করে ১৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নামেন রিংকু সিং ও দিব্যাংশ জোশী। বল হাতে আসেন কাশীর স্পিনার শিবা সিং। তার করা প্রথম বলে কোনো রান নিতে পারেননি রিংকু। জিততে ৫ বলে প্রয়োজন ছিল ১৭ রান।

আরো পড়ুন:

রিংকু এরপর হাজির হলেন আপিএল মূর্তিতে। শিবার দ্বিতীয় বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকান। পরের বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে জয় নাগালে নিয়ে আসেন। আর চতুর্থ বলে আবারও লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়ে দুই বল হাতে রেখেই দলকে সুপার ওভারে জিতিয়ে মাঠ ছাড়েন।

আইপিএলে দুর্দান্ত ফিনিশিং করে আলো ছড়ানো রিংকু সিং ভারতের এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছেন। চলতি মাসের শেষের দিকে চীনের হাংজুতে মাঠে মাতাবেন রিংকু-ঋতুরাজ-জয়সওয়ালরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়