ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠায় পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১ সেপ্টেম্বর ২০২৩  
র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠায় পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন রোহিত

এশিয়া কাপ খেলতে মাঠে নামার আগেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান দল হয় পাকিস্তান। বিশ্বের এক নম্বর দল হিসেবেই তারা এশিয়া কাপে খেলতে নামে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠাটা নিঃসন্দেহে গৌরবের বিষয়।

র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান দল হওয়ায় পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শনিবারের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘পাকিস্তান খুবই ভালো দল। গেল কয়েক বছর ধরে তারা খুব ভালো পারফরম্যান্স করছে। সেটা টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে। কোনো দল আসলে এমনি এমনিই নাম্বার ওয়ান হয়ে যায় না। এটার জন্য অনেক শ্রম দিতে হয়। অনেক প্রচেষ্টা থাকতে হয়। আমি নিশ্চিত অনেক কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পাকিস্তান এক নম্বর দল হয়েছে। তারা একটি ইউনিট হিসেবে খেলে এবং ভালো ক্রিকেট খেলে। সুতরাং তাদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

শুধু তাই নয়, তিনি পাকিস্তানের পেস বোলিং ইউনিটেরও প্রশংসা করেন, ‘নেটে আমাদের অবশ্য শাহীন, নাসিম কিংবা রউফ নেই। সুতরাং আমাদের যা আছে তাই নিয়েই অনুশীলন করতে হবে। এই তিনজন বোলারই খুবই কোয়ালিটি বোলার। তারা খুব ভালো করছে। পাকিস্তানের অবশ্য সবসময়ই কোয়ালিটি বোলার থাকে। আমাদের আসলে তাদের শক্তিমত্তার দিকটা দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে কিভাবে তারা বল করে। আমরা অবশ্য অনেকদিন ধরেই খেলছি। আমাদের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এশিয়া কাপে পাকিস্তান ইতোমধ্যে এক ম্যাচ খেলেছে এবং ২৩৮ রানের বিশাল ব্যবধানের জয় পেয়েছে। অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়