ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:১৭, ২ সেপ্টেম্বর ২০২৩
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

আগেই আশঙ্কা করা হয়েছিল, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। ম্যাচ চলাকালেই মাঠে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।

ম্যাচে টস জিতে ব্যাটিং করছিল ভারত। ভারতের ইনিংসের ৫ম ওভারের দ্বিতীয় বল মাঠ গড়াতেই শুরু হয় বৃষ্টি। ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব না দেখে বন্ধ করার নির্দেশ আম্পায়ারদ্বয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে ভারত। ১৮ বলে ১১ রান নিয়ে ব্যাট করেছেন রোহিত শর্মা। ৮ বল খেলে ০ রানে অপরাজিত আছেন শুভমান গিল।

ক্যান্ডির প্রেস বক্স থেকে রাইজিংবিডির ক্রীড়া প্রতিবেদক জানিয়েছেন,  প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি পড়তে থাকে। এরপর শুরু হয় তীব্রতা। আম্পায়ার ক্রিকেটারদের উঠে যাওয়ার সংকেত দেন। তবে মিনিট দুয়েকের মধ্যে আবার বৃষ্টির তীব্রতা কমে যায়। এই মুহুর্তে হালকা বৃষ্টি হচ্ছে। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়