ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

দাবা ইভেন্ট দিয়ে শুরু ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৩  
দাবা ইভেন্ট দিয়ে শুরু ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে আজ রোববার (০৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩।’

দুপুরে দাবা ইভেন্টের মধ্য দিয়ে পর্দা উঠে এবারের এই আয়োজনের। দাবা ইভেন্টের উদ্বোধন করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারসহ কার্যনির্বাহীর কমিটির অন্যান্য সদস্যগণ।

দাবা ইভেন্টে মোট ৮টি দল অংশ নেয়। সেখান থেকে চারটি দল ওঠে সেমিফাইনালে। আর দুটি দল উঠে ফাইনালে।

এবারের ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালের ইনডোর-আউটডোর ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, লুডু (সদস্য স্ত্রীদের জন্য) ও ফুটবল।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়