ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ভারতকে লড়াকু টার্গেট দিলো নেপাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৩
ভারতকে লড়াকু টার্গেট দিলো নেপাল

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছে ভারত ও নেপাল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে স্রেফ উড়ে যাওয়া নেপাল আজ ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে। মহাদেশীয় এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নদের শক্তিশালী বোলিং লাইন-আপের বিপক্ষে তারা ৪৯ ওভার পর্যন্ত ব্যাটিং করে। সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩০ রান। বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করা ভারতকে জিততে করতে হবে ২৩১ রান।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সূচনাটা দারুণ করেন কুশাল ‍ভুরটেল ও আসিফ শেইখ। ৯.৪ ওভারেই তারা দুজন তোলেন ৬৫ রান। এই রানে ফেরেন কুশাল। তিনি ৩টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করে যান। সেখান থেকে ১০১ রান যেতেই আরও ৩টি উইকেট হারায় হিমালয়ের দেশটি। ভিম শারকি ৭, অধিনায়ক রোহিত পাউডেল ৫ ও কুশাল মাল্লা ২ রান করে আউট হন।

সেখান থেকে আসিফ ও গুলসান ঝা দলীয় সংগ্রহকে টেনে নেন ১৩২ পর্যন্ত। এই রানে আসিফ আউট হন ৮টি চারে সর্বোচ্চ ৫৮ রান করে।

আসিফ যাওয়ার পর গুলসান ঝাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪৪ রানের মাথায় তিনি আউট হন ৩ চারে ২৩ রান করে।

এরপর দীপেন্দ্র সিং ৩ চারে ২৯ ও সোমপাল কামি ১ চার ও ২ ছক্কায় ৪৮ রান করলে ২০০ রান পেরোয় নেপাল। শেষদিকে সন্দীপ লামিচানের ৯ রানের ইনিংসে ভর করে নেপাল ৪৮.২ ওভারে অলআউট হয় ২৩০ রান করে।

বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়