ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

পিএসজি ছেড়ে সেভিয়ায় যোগ দিয়ে ঘরে ফিরলেন রামোস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৩
পিএসজি ছেড়ে সেভিয়ায় যোগ দিয়ে ঘরে ফিরলেন রামোস

সেভিয়ার ইয়ুথ দলের হয়ে সার্জিও রামোসের শুরুটা হয়েছিল। এরপর ২০০৫ সালে সেভিয়ার সিনিয়র দল থেকে যোগ দেন রিয়ালে। সেখানে তিনি ১৬টি বছর কাটান। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান। যোগ দেন প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি)। দুই বছর ফ্রান্সে কাটিয়ে অবশেষে আজ সোমবার ঘরের ছেলে ঘরে ফিরেছে। তাও আবার সেই শৈশবের ক্লাব সেভিয়ায় যোগ দিয়ে।

বিনা দল-বদল ফি-তে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব সেভিয়ায় যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী রামোস।

তাকে দলে নিতে আগ্রহী ছিল তুরস্কের ক্লাব, মেজর লিগ সকারের ক্লাব এবং সৌদি আরবের ক্লাব। কিন্তু সেগুলোর কোনোটিতেই যোগ না দিয়ে নিজ শহরের ক্লাব যোগ দিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় রামোস। দেড় যুগ তথা ১৮ বছর পর ঘরের ছেলে ফিরে এলো ঘরে।

আরো পড়ুন:

শহরে পা দিয়েই রামোস বলেছেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ দিন। ঘরের ফেরার আনন্দ আসলে অন্যরকম। অবশেষে ফেরা হলো। ধন্যবাদ আমাকে সাদরে গ্রহণ করার জন্য।’

তিনি আরও বলেন, ‘আসলে স্পেন ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো মানে নেই। আমি এখানে (সেভিয়া) আসাটাকেই প্রাধান্য দিয়েছি। কারণ, আমি মনে করি সেভিয়ায় ফেরাটা আমার বাবা ও দাদার প্রতি এক ধরনের ঋণ ছিল আমার। অবশেষে সেই ঋণ শোধ হলো। এখানে ফেরার মানে অনেক।’

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়