ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

বিপিএলে রংপুর রাইডার্সে সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২৩:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৩
বিপিএলে রংপুর রাইডার্সে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের আসরে রংপুর রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান। গতবার ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। এবার তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

এছাড়া রংপুর তিন খেলোয়াড়কে রিটেইনও করেছে। কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান ও হাসান মাহমুদকে ধরেছে বিপিএলের সাবেক চ‌্যাম্পিয়নরা। এ খবর নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সাথে থাকবে। ২০১৯ সালে আমরা তাকে সাইন করিয়েছিলাম। কিন্তু সেবার বিপিএল অনুষ্ঠিত হয়নি। শেষ তিন-চার বছর ধরেই আমাদের ইচ্ছা ছিল সাকিব রংপুরে খেলবে। এবার সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে। এছাড়া বেশ কিছু বিদেশী নামী-দামি খেলোয়াড়কে সাইন করিয়েছি। আমরা এবার বদ্ধপরিকর শিরোপা পুনরুদ্ধার করবো।’

শেষ বিপিএলের পরই জানা গিয়েছিল, জানুয়ারিতে পরবর্তী আসর বসবে। আগের পরিকল্পনাতেই স্থির আছেন আয়োজকরা। জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুতে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের পরপরই শুরু হবে বিপিএল। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়