ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ম্যাচ হেরে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৫১, ৭ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচ হেরে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন সাকিব

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটের হার দিয়ে সুপার ফোরের যাত্রা করেছে সাকিব আল হাসানের দল। ম্যাচশেষে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলতে ভুল করেননি অধিনায়ক সাকিব।

টাইগারদের এমন হারে শুরুতে বাজে ব্যাটিংকে দায়ী করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক বলেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।’

শুরুর ব্যাটিং ধ্বসটাই ম্যাচে পিছিয়ে দিয়েছে জানিয়ে সাকিব আরও বলেন, ‘এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’

‘আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি’ - আরও যোগ করেন সাকিব।

আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়