ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

দুর্দান্ত জয়ে ইউরো বাছাইয়ে ফ্রান্সের পাঁচে পাঁচ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৩
দুর্দান্ত জয়ে ইউরো বাছাইয়ে ফ্রান্সের পাঁচে পাঁচ 

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ছুটেই চলছে ফ্রান্স। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দলটি। দলের হয়ে গোল দুটি করেন অরলিঁয়ে চুয়ামেনি ও মার্কাস থুরাম।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাঙ্কিংয়ের পার্থক্যটা স্পষ্ট ফুটে ওঠে। ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নিয়েছে ফ্রান্স। লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ৬ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল আইরিশরা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাতে থাকে ফ্রান্স। তাতে ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। ডি-বক্স থেকে কিলিয়ান এমবাপ্পের ব্যাকপাস পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন চুয়ামেনি।

আরো পড়ুন:

৪৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি আদায় করে নেয় ফরাসিরা। ডি-বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন এমবাপ্পে। তবে ঠিক লক্ষ্যে রাখতে পারেননি। তাতে ফিরতি বল পেয়ে যান সুযোগসন্ধানী থুরাম। বাকি কাজটা অনায়াসে সারেন ইন্টার মিলান তারকা।

মিনিট তিনেক পর গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। সতীর্থের ক্রস গোলবারের সামনে পেয়েও ঠিকঠাক হেড দিতে পারেননি চিডোজি ওগবেনে। ফরাসি গোলরক্ষক মাইক ম্যাইগনান কোনো রকমে বল ঠেকিয়ে দেন। 

ম্যাচের বাকি সময় আধিপত্য বিস্তার করে খেলেও আর গোল পায়নি ফরাসিরা। তাতে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে তারা। এ নিয়ে ইউরো বাছাইয়ে ‘বি’ গ্রুপ থেকে পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে টেবিলের শীর্ষেই আছে এমবাপ্পেরা।

রাতের অন্য ম্যাচে গ্রীসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ড। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ডাচরা। আরেক ম্যাচে সান মারিনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে তাদের অবস্থান দুইয়ে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়