ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ওয়াসিম-ওয়াকারকে মনে করিয়ে দিচ্ছেন শাহিন-নাসিম-হারিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১১:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২৩
ওয়াসিম-ওয়াকারকে মনে করিয়ে দিচ্ছেন শাহিন-নাসিম-হারিস

এশিয়া কাপে দুর্দান্ত বোলিং ডিপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। আসরের সেরা বোলিং আক্রমণও বলা যায় নিঃসন্দেহে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফরা যে কোনো প্রতিপক্ষের জন্যই বড় হুমকি। এই পেসত্রয়ীর মাঝে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের ছায়া দেখছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার।

চলমান এশিয়া কাপে পাকিস্তানের তিন পেসার মিলে নিয়েছেন ২৩ উইকেট। এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচে ১০ উইকেটের সবকটিই দখল করেছেন তিনজন মিলে। সবশেষ বাংলাদেশকে ১৯৩ রানে অলআউট করে দেওয়া ম্যাচে তিনজন মিলে নেন ৮ উইকেট।

উত্তরসূরীদের এমন আগুন ঝরানো পারফর্ম্যান্সে মুগ্ধ শোয়েব। স্টার স্পোর্টস আয়োজিত এক অনলাইন আলোচনায় শোয়েব বলেছেন, ‘এই তরুণেরা খুবই মেধাবী। আমি খুশি পাকিস্তান বারবার এমন ফাস্ট বোলার তুলে আনতে পারে।’

ওয়াসিম-ওয়াকারকে মনে করিয়ে দিয়ে সাবেক এই পেসার বলেন, ‘এই পেস আক্রমণ আমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় “টু ডব্লিউস (ওয়াসিম ও ওয়াকার)”-এর কথা। তারা আত্মবিশ্বাসী। উইকেট নেওয়ার মানসিকতা আছে।’

২০ বছর বয়সী নাসিমকে পরামর্শ দিয়ে "রাওয়ালপিন্ডি এক্সপ্রেস" আরও বলেন, ‘আমি শুধু নাসিমকে বলবো উইকেট নেওয়ার মতো আরও ডেলিভারি করতে, অনেক স্টক ডেলিভারি করার মতো বোলার হওয়ার দরকার নেই। সে বলে শাহিনের চেয়ে বেশি সিম করায় আরও সুযোগ তৈরি করতে পারবে তাই।’

ফাস্ট বোলিংয়ের সুতিকাগার হিসেবে পাকিস্তানের খ্যাতি বিশ্বজোড়া। ওয়াসিম-ওয়াকারের আগে ছিলেন ফজল মাহমুদ, ইমরান খান ও সরফরাজ নেওয়াজ। তবে ওয়াসিম ও ওয়াকার ছাড়িয়ে গেছেন সবাইকে। দুজন মিলে ৯০০টির বেশি ওয়ানডে উইকেট নিয়েছেন। উইকেট দিয়ে ঠিক বিচার করা যাবে না। গতি, বাউন্স আর রিভার্স সুইং দিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়তেন তারা।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ