ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

নাজাম শেঠিকে ‘মাতাল’ বললেন হরভজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৮ সেপ্টেম্বর ২০২৩  
নাজাম শেঠিকে ‘মাতাল’ বললেন হরভজন

এশিয়া কাপের ম্যাচ স্থানান্তর নিয়ে ভারতের কঠোর সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, ’ভারত কি পাকিস্তানের সঙ্গে খেলতে ভয় পায়?’। এবার তার জবাব দিলেন সাবেক ভারতীয় স্পিনার হরবজন সিং। শেঠিকে ‘মাতাল’ বলে একহাত নিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

শেঠির বক্তব্যের জবাবে হরভজন দুই দলের আগের লড়াইয়ের রেকর্ড দেখার আমন্ত্রণ জানিয়ে স্পোর্টস টুডে’র এক শো-তে বলেন, ‘জানি না নাজাম শেঠি আজকাল কি পান করছেন। আমি জানি না তিনি কীভাবে বলছেন যে তারা ফেভারিট বা ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না।’

সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘অনুগ্রহ করে কেউ তাকে ভারত-পাকিস্তান ম্যাচের সবটা পরিসংখ্যান দিন। যেখানে ভারত পাকিস্তানকে আরও বেশিবার পরাজিত করেছে। সে যাতে বুঝে তার কথা স্রেফ ভিত্তিহীন।’

পাকিস্তানকে হারানোর হুমকি দিয়ে ‘ভাজ্জি’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস ঠিক ছিল কি-না তাও দেখতে হবে। ওস্তাদ, আপনি যেখানে চান সেখানেই এসে খেলুন, আমরা (ভারত) আপনাদের হারাবো।’

এর আগে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে আয়োজন নিয়ে প্রশ্ন তুলে শেঠি টুইটারে লিখেন, ‘বিসিসিআই এবং এসিসি আজ পিসিবিকে জানিয়েছে যে তারা বৃষ্টির পূর্বাভাসের কারণে পরবর্তী ভারত-পাকিস্তান ম্যাচটি কলম্বো থেকে হাম্বানটোটায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এক ঘন্টার মধ্যে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কলম্বোকে ভেন্যু ঘোষণা করেছে। এসব কী হচ্ছে? ভারত কি খেলতে ভয় পাচ্ছে? পাকিস্তানের কাছে হেরে যাবার ভয়?

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়