ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

‘ভারতের পেস বোলিং বিভাগ পাকিস্তানের মতোই শক্তিশালী’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৩  
‘ভারতের পেস বোলিং বিভাগ পাকিস্তানের মতোই শক্তিশালী’

এশিয়া কাপে দারুণ করছেন পাকিস্তানের তিন পেসার শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। এই তিন পেসার তিন ম্যাচে ইতোমধ্যে ২৩ উইকেট শিকার করেছেন। তার মধ্যে রউফ ১০.২২ গড়ে ৯ উইকেট, নাসিম ১২.৪২ গড়ে ৭ উইকেট ও শাহীন ১৪.৮৫ গড়ে নিয়েছেন ৭ উইকেট।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর, ২০২৩) ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন ভারতের পেস বোলিং বিভাগ পাকিস্তানের মতোই শক্তিশালী। যারা শ্রীলঙ্কার কন্ডিশনে সুপার ফোরের ম্যাচে বাবার আজম অ্যান্ড কোংদের বিপদে ফেলতে পারে।

‘ভারতের পেস বোলিং আক্রমণ পাকিস্তানের মতোই শক্তিশালী। আমাদের আছে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। আপনি যদি বোলার টু বোলার বিচার করেন তাহলেও কিন্তু আমরা পাকিস্তানের বোলিং আক্রমণের সমান।’

তিনি বিশ্বাস করেন শ্রীলঙ্কার কন্ডিশনে ২৬০-২৭০ রান হলেই ভারতের পেস বোলিং দিয়ে পাকিস্তানকে আটকে দেওয়া যাবে, ‘বিশ্বাস করুন, যে কন্ডিশনে খেলা হবে সেখানে ভারত যদি ২৬০ থেকে ২৭০ রান করতে পারে তাহলে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়