ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

‘মুশফিকের বিষয়টি ব্যক্তিগত, মন্তব্য করতে চাই না’

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৩
‘মুশফিকের বিষয়টি ব্যক্তিগত, মন্তব্য করতে চাই না’

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দেশে ফেরার কথা রয়েছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ৫ দিন হাতে থাকায় মুশফিক দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে মুশফিকের ফেরার কথা রয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুশফিককে নিয়ে প্রশ্নে বাংলাদেশ প্রধান কোচ জানান তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চান না।

মুশফিকের দেশে ফেরা নিয়ে প্রশ্নে হাথুরুসিংহের উত্তর, ‘মুশফিকের ব্যাপার যেটা বললেন... এটা ব্যক্তিগত ব্যাপার। আমি এ নিয়ে কমেন্ট করতে চাই না।’

আরো পড়ুন:

টিম ম্যানেজম্যান্ট সূত্র জানিয়েছে ১১ সেপ্টেম্বর দেশের বিমান ধরবেন মুশফিক। ভারত ম্যাচের আগে ফেরার কথা রয়েছে তার, তবে সেটি নির্ভর করছে মুশফিকের স্ত্রীর অবস্থার উপর।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে মুশফিক ১০৪ রান করেন। সবশেষ সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিফটি (৬৪) করেন।

আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে।

কলম্বো/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়